মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: বরিশাল জেলা জাতীয় পার্টির আহবায়ক এবং জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট এ কে এম মুরতজা আবেদীনের সভাপতিত্বে ১৪ ই জুলাই বিকাল ৫ টায় কাউনিয়া ১ম গলিতে সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ।
সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ চুন্নু , জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম মোস্তফা , জাতীয় পার্টি জেলার যুগ্ম আহবায়ক আব্দুল খালেক হাওলাদার , শেখ মোঃ আনোয়ার হোসেন । জাতীয় ওলামা পার্টির বরিশাল জেলা সভাপতি এনায়েত হোসেন তালুকদার , জাতীয় শ্রমিক পার্টি বরিশাল মহানগরের সভাপতি আব্দুস সোবহান , ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ লাল মিয়া , ৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ শাহ আলম , জাতীয় যুব সংহতি বরিশাল মহানগরের সদস্য সচিব মোঃ মনির মিরা , জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির মোঃ মানিক , জাতীয় ছাত্রসমাজ বরিশাল জেলার যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম নয়ন , তাছিন আহম্মেদ আবির , মোঃ আরিফ হোসেন , জাতীয় পার্টি জেলা শাখার নেতা মেহেদী হাসান মিরাজ , শ্রমিক নেতা বাবুল হোসেন , আউয়ুব আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
আলোচনা সভায় পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের কর্মময় রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয় এবং বর্তমান জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি এম কাদের এম পির হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় । সভা শেষে পল্লীবন্ধুর রূহের মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয় ।