মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেস্ক:
বরিশালকে তিলত্তমা নগরীতে রুপান্তর করার কথা জানিয়ে নির্বাচনের কার্যক্রম শুরু করেছেন সদ্য বিসিসির নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। তিনি মুখ থুবরে পরা বরিশালকে ও বরিশালের মানুষের ভাগ্য বদল করার অঙ্গীকার করেছেন। চেয়েছেন আওয়ামী লীগের পক্ষে নৌকায় ভোট। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পাঁচদিন পর বৃহস্পতিবার বরিশালে এসেছেন আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। সকালে তিনি ঢাকা থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওনা হন। বেলা ১১টায় তিনি গড়িয়ারপার হয়ে নগরীতে প্রবেশ করন। এসময় বরিশাল আওয়ামী লীগের একটি অংশ মটর সাইকেল নিয়ে তাকে স্বাগত জানান। এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, বরিশাল সদর আসনের সংসদ সদস্য, পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহিদ ফারুক শামিম। আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দুপুরে নগরীর সোহেল চত্তরে আয়োজিত নাগরীক সংবর্ধনায় অংশ নেন তিনি। এসময় দলের নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।