বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন
অনলাইন ডেক্স: এবার সমকামিতা বিদ্বেষের প্রতিবাদ জানিয়ে রংধণু রঙা আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইউরোপের সাত দেশ। জার্মানি, ইংল্যান্ডসহ সাত দেশ আর্মব্যান্ডে প্রতিবাদ জানানোর এই সিদ্ধান্ত নিয়েছিল।
তবে ফিফা কঠোর হুঁশিয়ারি দেওয়ায় তারা এই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে। যৌথ বিবৃতিতে দেশগুলো জানিয়েছে, ‘ফিফা একেবারেই পরিষ্কার করেছে আর্মব্যান্ড পড়লেই আমাদের অধিনায়কদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে।’
আর ফিফার এই হলুদ কার্ডের ভয়েই মূল তারা ‘ওয়ান লাভ’ থিমের আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এই সমকামিতা বিদ্বেষীর বিরুদ্ধে মূলত প্রতিবাদের সুরটা চড়াতে চেয়েছিলেন ইংলিশ ক্যাপ্টেন হ্যারি কেন ও জার্মান কাপ্তান ম্যানুয়েল নয়্যার।
কাতারে সমকামিতা আইনত দণ্ডনীয় অপরাধ হওয়ায় ফিফা ওই দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দেয়। তার প্রেক্ষিতেই ইউরোপীয় দেশ ইংল্যান্ড, ওয়েলস, জার্মানি, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ড যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘জাতীয় ফেডারেশন হিসেবে আমাদের খেলোয়াড়দের নিষেধাজ্ঞার দিকে ঠেলে দিতে পারি না। তাই অধিনায়কদের বিশ্বকাপের খেলায় এই আর্মব্যান্ড না পরতে বলা হয়েছে।’