শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বানারীপাড়ায় কলেজের অধ্যক্ষ দুর্বৃত্তদের হাতুড়িপেটায় গুরুতর আহত মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে পারলেন না বাবা, পথেই মৃত্যু বাউফলে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ব্যবসায়ীকে মারধর, ছিনতাই, বিবস্ত্র করে ভিডিও ধারন।। শ্রমিক দল নেতা গ্রেফতার বিপুল উৎসাহ উদ্দিপনায় কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু পানি উন্নয়ন বোর্ড শ্রমিকনেতা আবুল কাশেম চৌধুরীর জন্য দোয়া মুনাজাত সাংবাদিককে মুঠোফোনে জেলা যুবদল নেতার হুমকি জুলাই যুদ্ধে জয়ী হলেও জীবনযুদ্ধে হেরে গেলেন বাউফলের হৃদয় বাউফলে অবৈধ ট্রলি আবারও কেড়ে নিলো একটি তাজা প্রান বাউফলে অবৈধ ট্রলি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গনহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশালে শিবিরের বিক্ষোভ মিছিল প্রখ্যাত শ্রমিকনেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়ার আয়োজন কলাপাড়ায় চাচার পায়ের রগ কর্তন করলেন ভাতিজা কলাপাড়ায় এসএসসি পরীক্ষায় দ্বায়িত্ব গ্রহণকারী শিক্ষকদের কর্মশালা
ওবায়দুল কাদেরের কাছে সেতু চাইলেন

ওবায়দুল কাদেরের কাছে সেতু চাইলেন

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনার সার্কিট হাউস ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে নির্ধারিত সময়ে দেশের উন্নয়ন, আওয়ামী লীগ ও নির্বাচন দিয়ে নিজের বক্তব্য শেষ করেন।

পরে তার কাছে এগিয়ে যান এক সাংবাদিক। কিছু সময় মন্ত্রীর সঙ্গে কথা বলে ফেরেন তিনি।

স্থানীয় ওই সাংবাদিক সরকারের নীতি নির্ধারকের অন্যতম ব্যক্তির সঙ্গে কী কথা বলেছেন, সেটি জানতে আগ্রহী হয়ে ওঠেন অন্যান্য সাংবাদিকরা। পরে জানা যায়, মন্ত্রীর কাছে পায়রা-বিষখালী সেতুর দাবি করেছেন তিনি।

বরগুনার স্থানীয় ওই সাংবাদিকের নাম রুদ্র রুহান। সম্মেলনের পর তার সঙ্গে কথা বলেন অন্যান্য সাংবাদিকরা। রুহান বলেন, পেশার বাইরে আমি এ জেলার বাসিন্দা। বর্তমান সরকার দেশব্যাপী বেশ কিছু সড়ক মহাসড়ক ও সেতু নির্মাণ করেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের বিভিন্ন স্থানে নির্মিত ১০০টি সেতু উদ্বোধন করেন। কিন্তু বরগুনাবাসীর প্রাণের দাবি বিষখালী ও পায়রা নদীতে দুটি সেতু। বারবার আশ্বাসের ও সমীক্ষা জরিপ শেষ হলেও সেতু নির্মাণ হয়নি।

তিনি বলেন, সম্মেলনে মন্ত্রীকে কাছে পেয়ে আমি তার সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেই। পরে সেতুগুলোর ব্যাপারে আমি তার দৃষ্টি আকর্ষণ করি।

কথা শুনে ওবায়দুল কাদের কি বলেছেন জানতে চাওয়া হয় রুদ্রের কাছে। তিনি বলেন, মন্ত্রী আমাকের আশ্বস্ত করেছেন পরবর্তী মেয়াদে ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বিষখালী ও পায়রা নদীতে সেতু দুটি নির্মাণ করা হবে।

বুধবার সার্কিট হাউস ময়দানে ত্রি-বার্ষিক সম্মেলনের পর অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে বরগুনা জেলা আওয়ামী লীগের কমিটির সভাপতি ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক করা হয়েছে জাহাঙ্গীর কবীরকে। যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন গোলাম সরওয়ার টুকু। আপাতত আংশিক কমিটি ঘোষণা করা হলো। পরবর্তীতে এ তিন সদস্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD