বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স:বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির সমাবেশস্থলের পাশে অবস্থিত স্থায়ী মঞ্চ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত ম্যুরালটি রক্ষণাবেক্ষণের জন্য আনসার সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (০৪ নভেম্বর) সন্ধ্যা থেকে ম্যুরালটির চারপাশে বাঁশের ব্যারিকেড দিয়ে জনসাধারণের প্রবেশও বন্ধ করে দেওয়া হয়।
দায়িত্বরত এক আনসার সদস্য জানান, আগামী ৭ তারিখ সরকারি অনুষ্ঠান থাকায় মাঠের স্থায়ী মঞ্চ,প্যান্ডেল ও বঙ্গবন্ধুর ম্যুরালটি দেখাশোনার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার তাদের দায়িত্ব দিয়েছেন।
আনসার ও গ্রাম প্রতি রক্ষা বাহিনীর প্লাটুন কমান্ডার জসীম উদ্দিন সাংবাদিকদের জানান, জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমরা চারদিন বঙ্গবন্ধু উদ্যানের স্থায়ী মঞ্চসহ বঙ্গবন্ধুর ম্যুরালটির নিরাপত্তা দিতে বলেছে। যেহেতু ৭ তারিখ সরকারি অনুষ্ঠান আছে এর জন্য মঞ্চ ও প্যান্ডেল তৈরি করা হয়েছে, যাতে কোনো ক্ষতি না হয় সে জন্য বিশ জন করে তিন শিফটে মোট ৬০ জন আনসার সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।