বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
এস এল টি তুহিন: জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করে আবারো ক্ষমতায় আসবে। এরজন্য সকলে ঐক্য হয়ে থাকতে হবে। নেতাকর্মীরা এক তরফাভাবে থাকলে হবে না। একত্রিত হয়ে দলকে শক্তিশালী করতে হবে। দেশে উন্নয়নের ভূমিকায় এখনও জাতীয় পার্টির অবদান সবচেয়ে বেশি। ইতিমধ্যে দেশের জনগন বুঝতে পারছে উন্নয়নের পাশাপাশি গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে আবারো ক্ষমতায় আনা দরকার।
তাই জেলা-উপজেলার নেতা কর্মীদের একত্রিত হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান জাতীয় পার্টির কেন্দ্রেীয় প্রেসিডিয়াম সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল এম.পি।
১৬ এপ্রিল শনিবার বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত আইনজীবী সমিতির হল রুমে অনুষ্ঠিত আলোচনা, ইফতার মাহফিল ও দোয়া মোনাজাতের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই সব কথা বলেন।
কেন্দ্রীয় উপদেষ্টা ও বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল’র সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।
এছাড়াও বক্তব্য রাখেন, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল কুদ্দুস খান, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট এমএ জলিল, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কামরুজ্জামান চৌধুরী কামাল, ঝালকাঠি জেলা সভাপতি আনোয়ার হোসেন আনু, পটুয়াখালীর সহ সভাপতি মোহাম্মদ জাফর, পিরোজপুরের সদস্য সচিব বশির আহমেদ, বরগুনার যুগ্ম আহবায়ক খলিলুর রহমান প্রমূখ।