বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:দর্শকদের অপেক্ষার এবার বুঝি অবসান হলো। আবারো বাংলাভিশনের পর্দায় আসছে সাড়া জাগানো ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট। দর্শকরা এবার দেখতে পাবে সিজন ৪ এর পর্ব গুলো। 11 ই মার্চ থেকে প্রতি শুক্রবার ,শনিবার রবিবার রাত ৮:২৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে নাটকটি। কাবিলার সাথে রোকেয়ার দেখা না হয়েই শেষ হয়েছিল নাটকটির আগের অংশ। এতে কিছুটা অপূর্ণতা ছিল এবার কি পর্দায় আসবে রোকেয়া? সে উত্তর এখনো অজানা থাকলেও আসছে ব্যাচেলর পয়েন্ট। নগরীতে ব্যাচেলরদের বসবাস ও জীবনযাপন নিয়েই মূলত এই ধারাবাহিক নাটকের গল্প। কমেডি ঘরনার এই নাটকে রয়েছে প্রেম-ভালোবাসার মিশ্রতা। দর্শকদের তুমুল চাওয়ার পরিপ্রেক্ষিতে আবারো টিভিতে আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৪। ব্যাচেলর পয়েন্ট সিজন ৪ এর পর্দায় আসার খবর জানাতে রাজধানীর গুলশানের অভিজাত একটিহোটেলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন।