শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
এস এল টি তুহিন,: আমীরম্নল মুজাহিদীন আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমোনাইর তিনদিন ব্যাপী বার্ষিক মাহফিল শুক্রবার বাদ জুম্মা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
উদ্বোধনী বয়ানে আমীরম্নল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, চরমোনাই মাহফিল দুনিয়াবি উদ্দেশ্যে নয় বরং আল্লাহকে ভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়া মাধ্যমে আদর্শ মানুষ তৈরির জন্যই সৈয়দ মোঃ এছহাক রহঃ এ মাহফিল প্রতিষ্ঠা করেছেন।
পীর সাহেব চরমোনাই বলেন, এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন তবে নিয়ত পরিবর্তন করে আতশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করম্নন।
চরমোনাই মাদরাসার মূল মাঠসহ ছয়টি মাঠ নিয়ে অনুষ্ঠিত চরমোনাইর বার্ষিক মাহফিলের উদ্বোধনী অধিবেশনে পীর সাহেব চরমোনাই আরো বলেন, যারা চরমোনাইতে নতুন এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল-ধ্যান অšত্মরে যায়গা দেন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্ব ভাব বের করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করে দিতে হবে। সদা-সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে দিলকে তরতাজা রেখে আল্লাহর ওলী হয়ে চরমোনাই থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিতে হবে।
পীর সাহেব চরমোনাই তাঁর উদ্বোধনী বয়ান শেষে মাহফিলের নিয়ম-কানুন সম্পর্কে স্পষ্ট বর্ণনা করেন। মাহফিলে মূল ৭টি বয়ান ছাড়াও অন্যান্য সময়গুলোতে নায়েবে আমীরম্নল মুজাহিদীন ও চরমোনাই কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাহফিলের নির্বাহী পরিচালক মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হাজী সৈয়দ জিয়াউল করীমসহ দেশ বিদেশের শীর্ষ ওলামায়ে কেরামগন গুরম্নত্বপূর্ণ বয়ান পেশ করবেন।
মাহফিল এলাকায় শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ মুজাহিদ কমিটির পরিচালনায় বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী এবং নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।
চরমোনাইতে আসা মেহমানদের মধ্যে অসুস্থ ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য ১০০ শয্যার অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, ২৮ ফেব্রম্নয়ারী’২২ মঙ্গলবার সকাল ৮ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে চরমোনাইর তিনদিন ব্যাপী মাহফিল সমাপ্ত হবে।
এবছর চরমোনাইর ১নং মাঠের পশ্চিম পার্শ্বে পুরো দুই কিলোমিটার এলাকা জুড়ে লঞ্চ রাখার জন্য সুব্যবস্থা রাখা হয়েছে এবং পাঁচহাজার ধারণ ড়্গমতাসম্পন্ন একটি গাড়ি পাকিং জোন নির্ধারণ করে দেয়া হয়েছে