বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে স্বাধীন রক্তদাতা সংঘ কতৃক পুরান ঢাকার কামরাঙ্গীরচরের শেখ জামাল স্কুলের সম্মুখে আয়োজন করা হয় ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির। দেশের জন্য যারা জীবন দিয়েছে তারা অকুতোভয়ী যোদ্ধা আর রক্তসৈনিক হলো বর্তমানে রক্তদাতারা।
উক্ত কর্মসূচিতে প্রায় ১০০০ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয়েছে সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে রক্তের গ্রুপ নির্ণয়করী সদস্য হিসেবে ছিলেন এস এম মনির, মোহাম্মদ রায়হান, আব্দুল আলিম,আলিনুর আলভিন,নিরব রাসেল, মেহনাজ মেরী,দেলোয়ার রিজু,আশিকুর রহমান,সুমাইয়া,ইমরান হোসেন,হিমু,হৃদয় আহম্মেদ,রাকিব,ইহসান,পাপিয়া সহ আরো বেশ কিছু সদস্য।
উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক এস আলম জনি জানান,স্বাধীন রক্তদাতা সংঘ ২০১৯ ইং সাল থেকে রক্তদান কর্মসূচি সহ ফ্রী ব্লাড গ্রুপিং, অসহায় মানুষের চিকিৎসা ব্যবস্থা করা,অসহায় মানুষের ঔষধের ব্যবস্থা করা,অসহায় মানুষের আহারের ব্যবস্থা করা সহ বিভিন্ন সেবা মূলক কার্যক্রম চলমান আছে।এছাড়া তিনি আরো জানান এখন থেকে প্রতি মাসেই ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করা হবে।