বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশাল নগরীর প্রান কেন্দ্র রুপাতলী বাস টার্মিনাল সংলগ্ন হাউজিং নিবাসীদের জনজীবন স্হবির হয়ে পড়েছে জলবদ্ধতায়। স্বাভাবিক জীবন যাত্রা স্হবির হয়ে পড়েছে এখানকার মানুষের কেননা বছরের ৬মাসের ও অধিক পানি বন্ধী জীবন যাপন করতে হচ্ছে। এ ব্যাপারে এখানকার জনপ্রতিনিধির কাছে সমস্যার কথা তুলে ধরলেও নেইনি কোন সুব্যবস্হা।
এ সমস্যার মূল কারন হিসেবে সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতাকে দায়ী করছে স্হানীয় জনগন। এই হাউজিং এ রয়েছে কয়েকটি স্কুল,মাদরাসা, মসজিদ চলাচলের জন্য ব্যবহারকৃত সড়কে দীর্ঘদিন পানি সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু,কিশোর ও বৃদ্ধদের। সরেজমিনে ঘুরে তথ্য সংগ্রহ কালে আব্দুর রহমান সংবাদকর্মীকে জানান জোয়ার ভাটার মত এখানের সড়কের পানি উঠানামা করে আর বৃষ্টি হোক বা না হোক রাস্তায় পানির অবস্থান বিদ্যমান থাকে।
দীর্ঘদিন পানি জমে থাকা পানিতে চলাচল করে বাসিন্দারা পানিবাহিত রোগ,মশার কামড়ে নানা রোগের সম্মুখীন হচ্ছে। এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে প্রশাসন ও নগরপিতার সুদৃষ্টি কামনা করছে এলাকা বাসী।