শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সর্বাত্তক লকডাউনের চতুর্থ দিনে বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। দেশের যে কোন দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনসাধারণের পাশে ছিল আছে এবং সর্বদায় থাকবে ।
এরই ধারাবাহিকতায় বর্তমান করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় সরকারের দেয়া কঠোর লকডাউনে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে বাংলাদেশে সেনাবাহিনী গত ১লা জুলাই থেকে সারা বাংলাদেশে অপারেশন কোভিড শিল্ড- পর্ব ২ এর কার্যক্রম শুরু করে।
এরই প্রেক্ষিতে ৭ পদাতিক ডিভিশন ও ৬ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ৬২ ই বেঙ্গল ও ৪১ বীরের তত্ত্বাবধানে বরিশাল জেলায় টহল কার্যক্রম পরিচালনা করছে। প্রতিদিন তিনটি টহলের মাধ্যমে বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য, বরিশালের বানারীপাড়া, গৌরনদী, বাকেরগঞ্জ, উজিরপুর সহ বরিশাল সদরের বিভিন্ন জায়গায় পৃথক পৃথকভাবে টহল কার্যক্রম পরিচালনা করা হয়।