বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে ২দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন মহিলা সংরক্ষিত আসনের এমপি এ্যাডঃ সৈয়দা রুবিনা আক্তার মীরা।
২৭ মার্চ সকাল ১০টায় উপজেলা চত্বরে উন্নয়ন মেলা উপলক্ষে এমপির নেতৃত্বে একটি আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উন্নয়ন মেলার ৩২টি স্টল পরিদর্শন করেন এমপি এ্যাডঃ রুবিনা আক্তার মীরা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী, মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদারসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরে মহিলা সংরক্ষিত (৩২৮) আসনের সংসদ সদস্য এ্যাডঃ সৈয়দা রুবিনা আক্তার মীরার হাতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুভেচ্ছা স্মারক তুলে দেন নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসসহ নেতৃবৃন্দ।