শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় তিন শতাধিক উন্নয়ন প্রকল্পের জনবলের সমন্বয়ে গঠিত প্রকল্প থেকে রাজস্বখাতে স্থানান্তর ফোরামের পক্ষ থেকে আগামী পহেলা মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে চাকরি রাজস্বকরণসহ ৬ দফা দাবি বাস্তবায়নে আন্দোলন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে ফোরামের কেন্দ্রীয় কমিটি। এসময় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শাহ্ আলম জানান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিয়োগ প্রাপ্ত কর্মচারীগণ ৫-১০ বছর বা তারও অধিক সময় ধরে প্রকল্প বাস্তবায়নে কাজ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রকল্পের ডিপিপিতে প্রকল্প শেষে জনবল রাজস্ব খাতে স্থানান্তর হওয়ার কথা উল্লেখ থাকলেও প্রকল্প শেষে আমাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর হচ্ছে না। তাই প্রকল্পের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর, আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বন্ধ, যারা আউট সোর্সিং, মাস্টাররোল এবং দৈনিক হাজিরা ভিত্তিক পদ্ধতিতে দীর্ঘদিন যাবৎ কর্মরত তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর, যে সকল প্রকল্পের মামলা চলমান তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর, জাতীয় বেতন স্কেল বেতন প্রদান, প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরের পর উচ্চতর গ্রেড, পদোন্নতি এবং বকেয়া বেতন ও ভাতাদির দাবিতে তারা এই আন্দোলন কর্মসূচির ডাক দেন।