মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
গতকাল রাত এগারোটার দিকে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে দুস্থ আসহায় সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে নগরীর বিসিক শিল্প নগরী এলাকায়, ৪ শতাধিক শীতার্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে পাওয়া দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরি ম্যানেজার মোঃ আব্দুর রহমান ও আরও অনেকে উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক নগরীর বিসিক শিল্প নগরী এলাকায়, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল এবং মাস্ক বিতরণ করেন পাশাপাশি চলতি গাড়ি থেকে নেমে পথের পাশে ঘুমিয়ে থাকা শীতার্তদের গায়ে শীতবস্ত্র কম্বল জরিয়ে দেন জেলা প্রশাসক বরিশাল।