রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
সোমবার সকাল ১১টায় বরিশাল নগরে বিক্ষোভ মিছিল বের করে দলের নেতৃবৃন্দরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এসে সড়ক অবরোধ করে। এতে করে সদর রোডে যানচলাচলে বিঘঘটে। পরে দয়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাদেরকে সড়ক থেকে সড়িয়ে দিলে অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিক্ষোভ করে। বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, গণ সংহতি আন্দোলন মহানগর কমিটির আহবায়ক দেওয়ান আব্দুর রসিদ নিলু, ট্রেড ইউনিয়ন জেলা সাধারন সম্পাদক এ্যাডভোকেট, একে আজাদ, বাসদ জেলা কমিটির আহবায়ক ইমরান হাবিব রুমন, বাসদ জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী প্রমুখ। এসময় বক্তারা বলেন, আইন নয় এর প্রয়োগ ঘটাতে হবে। ধর্ষকদের উপযুক্ত শাস্তির বেলায় স্বৈরাচারী এবং তোষণের নীতির পরিবর্তন করতে হবে। এসময় বক্তারা আরো বলেন, রাষ্ট্রায়ত্ত্ব পাটকল বন্ধ না করে এর আধুনিকায়ন করতে হবে। নতুবা কেবল ৫০ হাজার শ্রমিকই বেকার নয়, এরসাথে ৪ লাখ পাট চাষী এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাড়ে ৪ কোটি লোক ক্ষতিগ্রস্থ হবে। এসময় বক্তারা আরো বলেণ, বাংলাদেশের অভ্যুদয় , মুক্তিযুদ্ধ সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে পাটের সম্পর্ক। পাট বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির অংশ। সেই পাট ও পাটশিল্প ধ্বংস হওয়ার অর্থ বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির ওপর হানবে। বাংলাদেশের ঐতিহ্যের ধারক হিসেবে বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো রাষ্ট্রীয় খাতে রেখেই আধুনিকায়ন করে চালু করার দাবি করে তারা।