রবিবার, ১৮ মে ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: লক্ষ্মীপুরের রামগতিতে পানিতে ডুবে রহিমা (৬) ও নুহা (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের চর ডাক্তার গ্রামের করিম পাটওয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
শিশু রহিমা ওই বাড়ির সিরাজের মেয়ে ও নুহা একই বাড়ির আলাউদ্দিনের মেয়ে। মৃত দুই শিশু স্থানীয় দারুল আরকাম স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজনেরা জানান, রহিমা ও নুহা সবার অজান্তে বাড়ির পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজির পর পুকুরে মরদেহ ভাসতে দেখেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।