বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
মোঃনাসির উদ্দিন বিষেশ, প্রতিনিধি:
পটুয়াখালী। পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক গলাচিপা উপজেলার দশমিনা–গলাচিপা এলাকায় গণসংযোগ ও পথযাত্রায় অংশগ্রহণ করেছেন।
সম্প্রতি গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে অনুষ্ঠিত এ পথযাত্রায় তার সঙ্গে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মো. মোসারেফ হোসেন কানু মাতুব্বর এবং গোলখালী ইউনিয়ন ইসলামী আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহতাব মৃধা।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন যুব আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হাফেজ মো. সাইদুল ইসলাম, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাওলাদার মো. ইলিয়াসসহ ইসলামী আন্দোলন ও যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথযাত্রাকালে নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তারা ন্যায়ভিত্তিক সমাজ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।