সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
উপকূলীয় এলাকার বাসিন্দাদের আশ্রয়ের লক্ষ্যে আশ্রায়ন কেন্দ্র হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে খোলা রাখার অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) রাতে বিষয়টি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস।
এদিকে তার সাক্ষরিত এক নোটিশে, শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার পাশাপাশি ঘূর্ণিঝড়ের প্রাক্কালে প্রতিষ্ঠান প্রধানকে সার্বক্ষনিক চাবিসহ কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এমনকি ঘূর্ণিঝড়ের সময় জরুরী প্রয়োজনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বোর্ডের কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য ওই নোটিশে অনুরোধ জানিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
শিক্ষা বোর্ডের কন্ট্রোল রুমের নাম্বারগুলো হলো- ০১৭১১-৫৪৬৯৫৩, ০১৭১৫-৫১৭৬৪৬, ০১৭১১-৩১৯১৭৩, ০১৭১৫-৭১৪২৩৬।