বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নীচ তলায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি ও কর্মকর্তা পরিষদের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় কর্মচারীদের হাতে নগদ অর্থ প্রদান করেন উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন।
সামাজিক দূরত্ব মেনে এই অর্থ প্রদান অনুষ্ঠান শেষে উপাচার্য বলেন,আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে করোনা সংকটে কেউ না খেয়ে কষ্ট পাবে না। তাঁর নির্দেশনার আলোকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কর্মরত অনেকেই ব্যক্তিগতভাবে দুর্দশায় পড়া এসব কর্মচারীদের পাশে এসে দাঁড়িয়েছে। এই কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের কোনো পর্যায়ের সদস্য এই সংকটে যেন বিপদে না পড়ে সে ব্যাপারে লক্ষ্য রাখা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন,বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড.মুহম্মদ মুহসিন, শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম,প্রক্টর সুব্রত কুমার দাশ, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক রফিক সেরনিয়াবাত, কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক বাহাউদ্দীন গোলাপ, যুগ্ম আহবায়ক শাহজাদা খান ও আরিফ শিকদার, কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী শরীফ প্রমুখ।
উল্লেখ্য, করোনা সংক্রমণ রুখতে গত ১৭ই মার্চ থেকে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের।যার ফলে সেখানে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা বেকার হয়ে পড়েন। কাজ নাই মজুরি নাই (কানামনা) শর্তে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তারা এমন সংকটে পড়েন৷ পরবর্তীতে তাদের দুর্দশার কথা উপলব্ধি করে অর্থ সাহায্যের নানা উদ্যোগ গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সেখানকার কর্মরতদের বিভিন্ন সংগঠন।