শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: মিথ্যা ঘোষণায় চট্টগ্রাম বন্দর দিয়ে আনা চকলেট ও শিশুখাদ্যের পৃথক দুইটি চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।
বুধবার (১১ মার্চ) দুইটি কনটেইনারে কায়িক পরীক্ষা শেষে বিপুল পরিমাণ শুল্কফাঁকির বিষয়টি নিশ্চিত হন কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার কর্মকর্তারা।
এআইআর শাখার দায়িত্বে থাকা সহকারী কমিশনার নূর এ হাসনা সানজিদা অনসুয়া জানান, ৪০ ফুট দীর্ঘ একটি কনটেইনারের আইজিএমে ঘোষিত পণ্য ছিলো ‘সুইট কর্ন অ্যান্ড অলিভ’। কিন্তু পাওয়া গেছে তুর্কির অ্যাসোরটেড চকলেট। কায়িক পরীক্ষায় ২ হাজার ২৫১ কার্টনে ১৩ হাজার ২৫৮ কেজি চকলেট পাওয়া গেছে।
তিনি বলেন, প্রাথমিক হিসাবে এ চালানে প্রাপ্ত পণ্যের ৫৬ লাখ টাকার শুল্ক আসে। এর সঙ্গে মিথ্যা ঘোষণার জরিমানা যোগ হলে দাঁড়ায় প্রায় ৭০ লাখ টাকা। কিন্তু আমদানিকারক প্রতিষ্ঠান চালানটি খালাসে কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করেনি।
এদিকে আরেকটি ৪০ ফুট দীর্ঘ কনটেইনারে সুইট কর্ন ঘোষণা থাকলেও পাওয়া গেছে ‘ল্যাকটোজেন’ ব্রান্ডের শিশুখাদ্য। এ চালানেরও বিল অব এন্ট্রি জমা পড়েনি।
দুইটি চালানের বিষয়ে কাস্টম আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সহকারী কমিশনার নূর এ হাসনা সানজিদা অনসুয়া।