শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন
বরগুনায় সদরে বাণিজ্য মেলার র্যাফেল ড্রয়ের ১৩টি প্রচারগাড়ি পাথরঘাটা থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটর চালিত অটো রিকশায় মাইকে প্রচার ও লটারি বিক্রি করার সময় আটক করে স্থানীয়রা।
স্থানীয় নজরুল, মিলন চাপরাশি, সাইফুল ইসলাম, মারুফ হোসেনের দাবি, বাণিজ্য মেলা যে এলাকায় চলবে সে এলাকায় লটারি বিক্রি বা প্রচার করতে হবে। কিন্তু তারা স্থনীয়ভাবে প্রচার না করে পাথরঘাটায় উপজেলায় লটারি বিক্রি ও প্রচার করেছে। আমরা বিভিন্ন এলাকা থেকে ১৩টি ধরে থানায় সোপর্দ করি।
তারা আরও জানান, জেলা প্রশাসনের কাছ থেকে বাণিজ্য মেলার অনুমতি নিলেও তারা অন্য উপজেলা পাথরঘাটায় এসে লটারি বিক্রি করে। একারণেই তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, স্থানীয় মিলন নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার স্থানীয় বাণিজ্য মেলার দৈনিক স্বপ্নতরী র্যাফেল ড্র এর ১৩টি গাড়ি থানায় রাখা হয়েছে। আমরা খোঁজ-খবর নিয়ে দেখছি।