সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
ক্রাইমসিন২৪: বরিশালের ৪ টি উপজেলার বেশ কয়েকটি এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে পুরো বিষয়টিই গুজব বলে দাবী করেছে পুলিশ প্রশাসন।
পুলিশের ধারনা, সাধারন মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে দিতেই নিছক এ গুজব ছড়িয়ে দেয়া হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম।
তিনি জানান, বৃহষ্পতিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে বরিশালের বানারীপাড়া উপজেলায় প্রথমে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পরে। যা পর্যায়ক্রমে পাশের উপজেলাগুলোর কিছু এলাকায় ছড়িয়ে পড়ে। রাতেই সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা বিষয়টি গুরুত্বের সহিত দেখতে শুরু করে। কিন্তু আজ শুক্রবার (৩০ নভেম্বর) সকাল পর্যন্ত ওইসব এলাকায় ডাকাত সদস্যদের অবস্থান কিংবা ডাকাতি সংগঠিত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। সাধারন মানুষের মাঝে আতঙ্ক ছড়াতেই এমন কাজটি করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এদিকে বানারীপাড়া পৌর সদরের বাসিন্দারা জানান, বৃহষ্পতিবার দিবাগত মধ্যরাতে আশপাশের বেশ কয়েকটি মসজিদের মাইক থেকে ডাকাত হানা দেয়ার খবর ছড়িয়ে পরে। তবে কোথায় কিভাবে ডাকাতের হানা ঘটেছে তা খুজে পাওয়া যায়নি। কিন্তু আতঙ্কে ওইসব এলাকার পুরুষ মানুষ সবাই রাস্তায় বেড়িয়ে পড়ে।
এদিকে বানারীপাড়ার পাশাপাশি উজিরপুর, গৌরনদী ও আগৈলঝাড়ারও বেশ কয়েকটি এলাকায় একই রাতে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মাঝে। এসব এলাকাকে নিয়ে ফেসবুকেও মধ্যরাতে ডাকাতের হানা দেয়ার নানান পোষ্ট দেয়া হয়। যেখানে সবাইকে সতর্ক থাকার আহবানও জানানো হয়। তবে কোন পোষ্টেই নির্ধারিত কোন জায়গায় ডাকাতির কথা উল্লেখ করা হয়নি।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, তার থানা এলাকায় রাতে ডাকাত হানার খবর বিভিন্ন মাধ্যমে জানতে পারেন। তবে এর কোন সত্যতা এ অব্দি পাওয়া যায়নি। এটি গুজব বলে মনে হলেও বিষয়টি খতিয়ে দেখছেন তারা।