শুক্রবার, ০৪ Jul ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
অনলাইন ডেক্স: নগরের সদরঘাট থানাধীন কলেজিয়েট স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মো. নাসির (৩০) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পু্লিশ।
শুক্রবার (২৯ নভেম্বর) ভোররাতে কলেজিয়েট স্কুল ছাত্রাবাসের পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার মো. নাসির চাঁদপুর জেলার কচুয়া এলাকার আবদুল মালেকের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফজলুর রহমান ফারুকী বলেন, অস্ত্র ও গুলিসহ ছিনতাইকারী নাসিরকে গ্রেফতার করা হয়েছে। নাসির একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।