সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় গৃহবধুকে জ/বাই করে হ/ত্যা বরিশালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে “নো প্রমোশন, নো ওয়ার্ক” কর্মসূচি পালন করেছে শিক্ষকরা বরিশালে ৩১ দফা দাবিতে ও ধানের শীষের প্রচারণায় আবু নাসের রহমাতুল্লাহ কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী লিমিটেড’র ২১ তম বার্ষিক সাধারণ সভা বরিশালে অপসো স্যালাইন চাকুরীচ্যুত কর্মীদের মহাসড়ক অবরোধ কলাপাড়ায় পায়রা বন্দর কর্তৃক ভূমিহীন ১৩৬ পরিবারের পুনর্বাসন এবং ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক হয়রানির প্রতিবাদে মানববন্ধন গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৫” উপলক্ষ্যে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা আশ্রয়ন প্রকল্পের ২ শতাংশের পরিবর্তে জালিয়াতির মাধ্যমে ২ একর জমির দলিল,  আটক-১ গলাচিপায় মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়ে বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন বরিশালে আভাসের তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা সর্ম্পন্ন উপকূলের শিশুদের দুর্যোগের আগাম পূর্বাভাসভিত্তিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে মেট ক্লাব উদ্বোধন উপকূল দিবসের দাবীতে৭০ এর ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন বরিশাল কারাগারে ফ্যাসিস্ট দুই কর্মকর্তার ছত্রছায়ায় চলছে অনিয়ম দুর্নীতি মহিপুরে ৩৭ কেজির এক ‘কালো পোয়া’ বিক্রি একলক্ষ ১১ হাজার পাখি শিকার করে লাইভে রান্না, যুবকের ১০ হাজার টাকা অর্থদণ্ড
আঙুল ভেঙে গেলেও খেলবেন মুশফিক!

আঙুল ভেঙে গেলেও খেলবেন মুশফিক!

Sharing is caring!

অনলাইন ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের আগে বুধবার (২৮ নভেম্বর) সকালে ব্যাটিং অনুশীলনে নেমে বাঁহাতের আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। যদিও বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন তার আঙুলে কোনো চিড় ধরা পড়েনি এবং চোট ততটা গুরুতর নয়। তাই তাকে একদিনের বিশ্রাম দেয়া হয়েছে।

তবে মুশফিক সতীর্থ মুমিনুল হক মনে করেন চোট গুরুতর হলেও এমনকি আঙুলটি ভেঙে গেলেও তিনি ৩০ নভেম্বর অনুষ্ঠেয় ম্যাচটি খেলবেন।

বিষয়টি এমন নয় তিনি মজা করে বলেছেন। বরং তিনি সবই মুশফিকের নিবেদনের বিষয়ইটি সামনে এনেছেন। যে মানুষটি মাঠের কর্মকাণ্ডে এতটা সিরিয়াস তিনি আর যাই হোক কোনো বিপত্তির সঙ্গেই আপোষ করবেন না। এমনকী পূর্বে ইনজুরি নিয়েও তাকে মাঠে নামতে দেখা গেছে।

২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে টেস্টে ডান হাতের বুড়ো আঙ্গুলে ব্যথা পান মুশফিক। দেড়দিন কিপিং না করে আর দুই দিন মাঠের বাইরে থাকার পর দলের প্রয়োজনে ফের দায়িত্ববোধের চরম নিদর্শন হিসেবে মাঠে নামেন মুশি।

পরবর্তীতে টিম সাউদির রাউন্ড দ্য উইকেটে করা ১৩৫ কিলোমিটার গতির বাউন্সার বসে ছেড়ে দেয়ার চেষ্টা করলেও কৌনিক ডেলিভারি গিয়ে আঘাত হানে তার মাথার পিছনের অংশে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন মাটিতে। তাৎক্ষনিকভাবে দেখার পর ত্বরিৎ তাকে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় হাসপাতালে। পরে আবারও তিনি এই চোট নিয়ে মাঠে নেমেছিলেন।

‘আলহামদুলিল্লাহ! আমার মনে হয় মুশফিক ভাই ভালো আছে। আমি যতটুকু জানি ভেঙে গেলেও সে খেলবেন।’বুধবার (২৮ নভেম্বর) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের অনুশীলন শেষে মুমিনুল একথা বলেন।
সন্দেহ নেই, ব্যাট হাতে বছরটি দুর্দান্তই কাটিয়েছেন টাইগার টেস্ট স্টেশালিস্ট মুমিনুল হক। ৪ সেঞ্চুরি করে ভারত ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলির সমান্তরালের অবস্থান করছেন।

ক্যারিবিয়ানদের বিপক্ষে ঢাকা টেস্টে আর একটি সেঞ্চুরি করতে পারলেই এক বছরে মোট সেঞ্চুরির হিসেবে কোহলি ছাড়িয়ে যাবেন। তবে বিস্ময়কর ব্যাপার হলো এমন গর্বিত সমীকরণ সামনে থাকা সত্বেও তাকে উচ্ছ্বাসিত মনে হলো না।

‘আমি ওইভাবে চিন্তা করছি না যে আমার আরেকটা সুযোগ আছে। আমি সবসময় চেস্টা করি টিমের জন্য যতটুক করা যায়, ব্যাটিংয়ের সময় যত সেশন খেলা যায়, আমি যেভাবে প্ল্যান করি, আমার যে রুটিন ওইভাবে চেস্টা করি। হইলে হইলো, না হইলে নাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD