বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য দেশের ১৭টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক খেলাফত মজলিস বাংলাদেশের মনোনীত প্রার্থীরা।
বুধবার (২৮ নভেম্বর) সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
এরমধ্যে হবিগঞ্জ-৪ আসনে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, টাঙ্গাইল-৭ আসনে কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবর রহমান, খুলনা-৪ আসনে কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, হবিগঞ্জ-২ আসনে মাওলানা আবদুল বাসিত আজাদ, সুনামগঞ্জ- ৫ আসনে মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, সিলেট-২ আসনে মুহাম্মদ মুনতাসির আলী, কুমিল্লা-৭ আসনে হাফেজ মাওলানা নোমান মাযহারী, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল, সিলেট-৩ আসনে মো. দিলওয়ার হোসাইন, ঢাকা-১৮ আসনে মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, নারায়ণগঞ্জ-৫ আসনে হাফেজ কবির হোসেন, চট্টগ্রাম-৫ আসনে মাওলানা মুফতি শিহাবুদ্দীন, কুড়িগ্রাম-৪ আসনে মাওলানা আবু সাইয়েদ, রংপুর-৩ আসনে অধ্যাপক তৌহিদুর রহমান রাজু, বরিশাল-৪ আসনে অধ্যাপক রুহুল আমিন কামাল, ময়মনসিংহ-১ আসনে অ্যাডভোকেট মুহাম্মদ রফিকুল ইসলাম ও নোয়াখালী-৪ আসনে মাওলানা আবদুল আলী আরমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
খেলাফত মজলিসের আমির মাওলানা মুহম্মদ ইসহাক বলেন, আমরা ২০ দলীয় জোট আছি। কিন্তু বিএনপি আমাদের কোনো মনোনয়ন দেয়নি। বলেছে, নিজেদের মতো করে মনোনয়নপত্র জমা দিতে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে বিএনপি মনোনয়ন দিলে আমরা প্রার্থী প্রত্যাহার করবো।
আপনারা কতটি আসন চেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, আমরা ২০টি আসন চেয়েছিলাম। তারা ১১টিতেও রাজি হয়নি। সর্বশেষ পাঁচটি ম্যানেজ করার কথা বলেছে। দেখা যাক তারা কি করে।