শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় সহকারী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সম্পাদকম-লীর সদস্য এ্যাড. এন্তাজুল হক বাবু, জেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা, গোদাগাড়ী উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মনিরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টি নেতা এ্যাড. মাহবুবুর রহমান ডলার, যুবনেতা শামীম ইমতিয়াজ সুমন, খোরশেদ আলম প্রমুখ।