শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪: বরিশালে থানায় ঢুকে অস্ত্রাগার ও ব্যারাকসহ বিভিন্ন কক্ষ গোপন ক্যামেরার মাধ্যমে ভিডিও করায় গুপ্তচরবৃত্তির অভিযোগে কামাল হোসেন খান (৪৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নন্দিকাঠি এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে এবং বাংলাদেশ জামায়াত ইসলামী নলছিটি পৌরসভা শাখার কর্মীদের আমীর। বুধবার (২৮ নভেম্বর) তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এরআগে মঙ্গলবার তাকে কোতোয়ালি মডেল থানার অস্ত্রাগারসহ বিভিন্ন জায়গার ভিডিও ধারনকালে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ। পুলিশ আরো জানায়, কোতয়ালী মডেল থানায় প্রবেশ করে কামাল হোসেন খান। এরপর তিনি বিনা অনুমতিতে থানা কম্পাউন্ডের বিভিন্ন দৃশ্য, থানা ভবন অস্ত্রাগার, হাজত খানা, ব্যারাকসহ যে সকল স্থানে ছবি তোলা নিষেধ সেই সকল জায়গায় গোপন ক্যামেরার মাধ্যমে ভিডিও করে ডিজিটাল গুপ্তচর বৃত্তি করে। আটককৃত ব্যক্তি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চাল করার জন্য অর্ন্তঘাতী মূলক সহচর ফরমা হিসেবে সকল ছবি ধারণ করে। এছাড়া তার মোবাইল থেকে আদালতে বিচারকদের কার্যক্রম এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কার্যক্রমের ভিডিও পাওয়া যায়। আটক কামাল হোসেন খানের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারি কমিশনার মো: রাসেল।