শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
সন্দ্বীপের উত্তর মগধরা এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় মো. সৌরভ (২৭) নামে এক য়ুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে মগধরা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে সন্দ্বীপ থানা পুলিশ।
নিহত সৌরভ উত্তর মগধরার এক নম্বর ওয়ার্ডের মো. মোছাদ্দেকের ছেলে।
সন্দ্বীপ থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল হালিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা তাকে হাত-পা বেঁধে খুন করা হয়। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।