শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪: প্রয়োজনীয় নীতি মালাপ্রনয়ন করে ব্যাটারী চালিকরিক্সা’র লাইসেন্স প্রদানসহ চার দফা দাবিতে বরিশালে আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে আলোচনা সভার আয়োজন করে ব্যাটারী চালিত রিক্সা শ্রমিক- মালিক সংগ্রাম কমিটি বরিশাল রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন। ব্যাটারি চালিত রিক্সা মালিক সমিতির সভাপতি রুস্তুম আলী হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় নেতা ইমরান হাবিব রুমন, মহসীন মীর, দুলাল মল্লিক, বাবুল হোসেন ও শহিদুল ইসলাম , শ্রমিক ইউনিয়নের নেতা শেখ আবুল হোসেন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ব্যাটারী চালিক রিক্সা’র লাইসেন্স এর দাবিতে আমরা দির্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। লাসেন্স দেওয়ার দাবি জানিয়ে আন্দোলন করতে গেলে পুলিশের লাঠিচাযের সম্মুখিন হয়েছি। আমাদের শ্রমিকদের জেল খাটতে হয়েছে। তবুও আমাদের লাসেন্স প্রদান করা হচ্ছেনা। আমরা হতদরিদ্র পরিবার ধার দেনা করে ব্যাটারী চালিত রিক্সা কিনে তা দিয়ে দুটাকা রোজগার করার চেষ্টা করি। কিন্তু একটি মহল আমাদের কোনঠাসা করে রেখেছে। তারা চায়না আমরা বরিশাল শহরে ব্যাটারী’র রিক্সা চালিয়ে অর্থ উপর্যন করি। আমরা আমাদের দাবি বর্তমান বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের কাছে তুলে ধরবো। তারা আরো বলেন, ব্যাটারী চালিত রিক্সা পরিবেশ বান্ধব। এতে পরিবেশের কোন ক্ষতি হয়না। আমরা চাই বরিশালে যারা ব্যাটারী চালিত রিক্সা চালিয়ে সংসারের খরচ যোগায় তাদের অনতিবিলম্বে লাসেন্স প্রদান করা হোক। এসময় বক্তারা তাদের চার দফা দাবি তুলে ধরেন ।দাবিগুলো হলো, প্রয়োজনীয় নীতি মালাপ্রনয়ন করে ব্যাটারী চালিক রিক্সা’র লাইসেন্স প্রদান করা, রিক্সা শ্রমিকদের হয়রানী নির্যাতন বন্ধ করা, বিকল্প কর্মসংস্থান ছাড়া ব্যাটারীচালিত রিক্সা উচ্ছেদ চলবেনা, শ্রতিগ্রস্থ শ্রমিকদের ক্ষতিপুরন ও পূনবাসনের ব্যবস্থা করা। পরে তারা বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরাবর স্মারকলিপি প্রদান করে।