শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : গনতন্ত্রের মা জেলে, দলের কান্ডারী তারেক রহমান নির্বাসনে। আর আজ আমরা রাজপথে। এ পরিস্থিতি নিয়ে নির্বাচন করতে হচ্ছে। দশটি বছর এদেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় পটুয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থী এবিএম মোশারফ হোসেন সংর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আরও বলেন, আজ আমাদের এখানে আসতে পথে পথে পুলিশ নেতাকর্মীদের বাধা প্রদান করেছে। ভোট কেন্দ্র পাহাড়া দিয়ে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। এসময় তিনি আওয়ামীলীগকে উদ্দেশ্য করে বলেন, সুষ্ঠ নির্বাচন দিন। যে ফলাফল আসবে আমরা মেনে নেব। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নুরবাহাদুর তালুকদার প্রমুখ। এছাড়া এ সময় বিএনপির কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পটুয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থী এবিএম মোশারফ হোসেনকে ব্যাপক সংবর্ধনা দেয় তার নির্বাচনী আসন কলাপাড়া, রাংগাবালী উপজেলা এবং মহিপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মীরা। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় তিনি তার নির্বাচনী এলাকায় পৌছলে দলীয় নেতা-কর্মীরা তাকে বরন করে দলীয় কার্যালয়ে নিসে আসেন। দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত জনসভায় এবিএম মোশারফ হোসেন এসব কথা বলেছেন।
###