বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালী-৪ আসনে আওয়ামীলীগের পক্ষে মনোনায়নপত্র দাখিল করেছেন দলীয় মনোনায়ন প্রাপ্ত মহিব্বুর রহমান মহিব। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার বেলা এগারটায় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনায়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী আলমগীর হোসেন, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার প্রমুখ। এছাড়া এসময় আওয়ামীলীগের কয়েক হাজার দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
###