বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন
ক্রাইমসিন২৪: বরিশাল প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩০ আসনে প্রার্থীর চূড়ান্ত মনোনয়নপত্র বিতরণ করেছে আ’লীগ। বাকি আসনগুলো মহাজোটের প্রার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র। তবে এসব বিষয়ে চূড়ান্ত ঘোষণা আগামীকাল সোমবার দেয়া হবে। গতকাল রবিবার আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি জানান, কিছু কিছু আসনে টেকনিক্যাল কারণে দুইজনকে মনোনয়নপত্র দেয়া হয়েছে। পরে এসব বিষয় চূড়ান্ত করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত বরিশাল বিভাগ থেকে আ’লীগের মনোনয়ন পেলেন যারা— শ ম রেজাউল করিম (পিরোজপুর-১), অ্যাডভোকেট ধীরেন্দ্রচন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), শওকত হাচানুর রহমান রিমন (বরগুনা-২), এস এম শাহজাদা সাজু (পটুয়াখালী-৩), তোফায়েল আহমেদ (ভোলা-১), নুরুন্নবী চৌধুরী শাওন (ভোলা-৩), আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (ভোলা-৪), আবুল হাসানাত আবদুল্লাহ (বরিশাল-১), অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস (বরিশাল-২), পংকজ দেবনাথ (বরিশাল-৪), জেবুন্নেছা আফরোজ ও লে. কর্নেল (অব.) জাহিদ ফারুক (বরিশাল-৫),আমির হোসেন আমু (ঝালকাঠি-২)।