রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কমিউনিষ্ট পার্টির “গনতন্ত্র অভিযাত্রা” যৌতুক মামলায় গ্রেপ্তার আমেরিকান প্রবাসি জাহাঙ্গীর কবির পটুয়াখালী গলাচিপায় তিনটি মোটরসাইকেল সহ চোর আটক পটুয়াখালীতে প্রশাসনের নিরব ভূমিকা, চলছে তিন ফসলি জমির মাটি কাটার মহােৎসব বাউফলে একই দিনে সড়ক দুর্ঘটনায় ও লঞ্চের ধাক্কায় দুজন নিহত কলাপাড়ায় ৫ দিনব্যাপী ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় ১০ বছরের এক শিশু নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বরিশালে দোয়া অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের শেষে নয়তো ২০২৬ সালের প্রথম দিকে ভোট অনুষ্ঠিত হওয়ার একটি ঘোষণা দিয়েছেন “নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ জামায়াত আমির “আগে গণহত্যার বিচার, পরে আ.লীগের রাজনীতির অধিকারের প্রশ্ন পটুয়াখালীতে জমি দখলকে কেন্দ্র করে মাকসুদকে হত্যার চেষ্টা, থানায় মামলা দায়ের বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির মামলায় শ্রমিকদল সভাপতি জেল হাজতে কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে এক নারীকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি দুমকিতে দু‘পক্ষের সহিংসতায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত-৪ বউফলে একই পরিবারের তিনজন (মা-বাবা, ছেলে) ইয়াবাসহ গ্রেফতার
নগর উন্নয়নে যারা জমি ছাড়ছেন তারাই প্রকৃত দেশপ্রেমিক-সিসিক মেয়র

নগর উন্নয়নে যারা জমি ছাড়ছেন তারাই প্রকৃত দেশপ্রেমিক-সিসিক মেয়র

Sharing is caring!

অনলাইন ডেস্ক: যারা নগরের উন্নয়নে নিজেদের মূল্যবান জমি বিনামূল্যে ছেড়ে দেন তারাই প্রকৃত দেশপ্রেমিক বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

শনিবার (২৪ নভেম্বর) নগরের হলদীছড়া সংস্কার ও শিবগঞ্জ লাকড়ীপাড়া রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।

এদিন মেয়র নগরের শাহজালাল উপশহর এলাকার হলদীছড়া খনন ও সংস্কার কাজ শুরুর আগে স্থানীয়দের সঙ্গেও কথা বলেন। এসময় তারা নিজ উদ্যোগে ছড়া খনন করতে সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।

পরে নগরের শিবগঞ্জ লাকড়ীপাড়া এলাকার রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধনকালে মেয়র বলেন, নগরের প্রত্যেক পাড়া-মহল্লার রাস্তা সমানভাবে প্রশস্ত করা হবে। লাকড়ীপাড়ার রাস্তা তিন ফুট থেকে ছয় ফুট প্রশস্ত করায় এ পাড়ার মানুষ উপকৃত হবেন। উভয় পাশে ছয় ফুট রাস্তা প্রশস্ত হওয়ার পর বদলে যাবে এ এলাকা। থাকবে না কোনো যানজট।

তিনি বলেন, নগরের ফুটপাত, রাস্তা ও ড্রেন আধুনিকায়নের কাজ পুরোদমে চলছে। পুরো কাজ শেষ হলে পাল্টে যাবে নগরের দৃশ্যপট।

নগরের হকার্স মার্কেট, পৌরবিপনী, ধোপাদিঘীরপাড়, কালিঘাট থেকে মাছিমপুর পর্যন্ত এলাকার নদীরপাড় সৌন্দর্য বর্ধন, ওয়াকওয়ে নির্মাণ কাজ এগিয়ে চলছে।

আরিফুল হক চৌধুরী বলেন, নগরের প্রত্যেকটি সড়কে এলইডি লাইট স্থাপন করা হয়েছে। সড়কে এখন যানজট লাগে কম। চলমান কাজ শেষ হলে এসব সড়কের যানজট অনেকাংশে কমে আসবে।

এসময় ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রকৌশলী আলী আকবর, সামছুল হক পাটোয়ারী, সহকারী প্রকৌশলী অরবিন্দু দে প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD