শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে বরিশালে সার্ভেয়ারদের কর্মবিরতি টাকা ছাড়া দেখা যায় না সন্তানের মুখ মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন মেহেন্দিগঞ্জে নয়নের হাত বিচ্ছিন্ন করা মামলার আসামী শুভকে জেল হাজতে প্রেরন রাসুলুল্লাহ সা.কে কুটুক্তিকারীদের বিচারের দাবীতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে জোয়ারের পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ কলাপাড়ায় স্বেচ্ছায় ১ লাখ তালের চারা রোপন করছেন এক কৃষক অনিয়ম ও অভিযোগের পাহাড় প্রধান শিক্ষক জুনায়েত খানের বিরুদ্ধে কলাপাড়ায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড কলাপাড়ায় ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা’র প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুয়াকাটা সৈকত থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবক উদ্ধার আ. লীগের ৩০০ নেতাকর্মীর নামে পৃথক ২ মামলা কলাপাড়ায় শিক্ষকের অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন কর্মবীর ইউএনও মহিউদ্দিন আল হেলাল বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর ড. রাহাত
দুলাল সিকদারের হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার দাবীতে মানববন্ধন

দুলাল সিকদারের হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার দাবীতে মানববন্ধন

Sharing is caring!

ক্রাইমসিন২৪:সরকারি দুগ্ধ খামারের কর্মচারী ও বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল সিকদারের হত্যায় জড়িত সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
সাগরদী এলাকার সর্বোস্তরের জনগনের ব্যানারে শনিবার (২৪ নভেম্বর) বেলা ১২ টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল (বাসদ) সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, নিহত দুলাল সিকদারের স্ত্রী রহিমা বেগম, মেয়ে দোলা আক্তার, ছেলে নোভেল সিকদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১ মাস পূর্বে নিহত দুলালের কিছু জমি জোরপূর্বক স্থানীয় সন্ত্রাসী লাবু, বাবু, আলতাফ ও বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারী মুরাধ মিলে জোরপূর্বক দখল করে। যে ঘটনার পর দুলাল সিকদার আদালতে একটি মামলাও দায়ের করেন।
মামলাটি তুলে না নেয়ার কারনে সন্ত্রাসীরা চাপ দিতে থাকে। ধারাবাহিকতায় গত ২২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় নগরের ২৩নম্বর ওয়ার্ড দড়গাঁহ্ বাড়ি এলাকায় বসে দুলাল সিকদারের উপর হামলা চালিয়ে তাকে পিঠিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।
এসময় স্থানীয়দের সহায়তায় মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে এ্যাম্বুলেন্সে হাসপাতালে আনতে গিয়েও সন্ত্রাসীদের বাধার মুখে পরেন। পরে পুলিশ গিয়ে দুলালকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার আগেই দুলাল মৃত্যুর কোলে ঢলে পরে।
দুলালের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবী জানান বক্তারা।
এদিকে দুলাল সিকদার নিহতের ঘটনায় শুক্রবার (২৩ নভেম্বর) নিহতের স্ত্রী রাহিমা বেগম বাদী হয়ে নামধারী ২২ জন ও অজ্ঞাতনামা ৭ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।
তবে এরআগেই বৃহস্পতিবার গভির রাতে টিপু, বাচ্চু ও এনায়েত হোসেন নামে তিনজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। যারা সকলেই দরগাহ বাড়ি এলাকার বাসিন্দা।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত রহমান হাসান তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে, মামলার বাকী আসামীদের গ্রেফতারেও জোর চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD