বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিদ্যালয়ের এডহক কমিটিতে যোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করার দাবিতে মানববন্ধন কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার  গলাচিপায় বজ্রপাতে ৫ গরুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলো নিঃস্ব ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মা’কে পেটালেন ছেলে বরিশালে চীনের ১হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ৬ লেইন প্রকল্প বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন চীনের বিশেষায়িত হাসপাতাল ও ৬ লেন রাস্তার দাবীতে কুয়াকাটায় মানববন্ধন নবায়নযোগ্য জ্বালানি উৎসব ২০২৫: টেকসই ভবিষ্যতের প্রত্যয়ে আয়োজন পটুয়াখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান বাউফলে মায়ের সাথে খেলতে গিয়ে ছিটকে পড়ে শিশুর মৃত্যু কুয়াকাটায় চলছে ৩দিন ব্যাপী রাখাইনদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক। মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন গৌরনদীতে চোর সন্ধেহে গনপিটুনিতে আহত যুবকের দুইদিন পর মৃত্যু
দুলাল সিকদারের হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার দাবীতে মানববন্ধন

দুলাল সিকদারের হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার দাবীতে মানববন্ধন

Sharing is caring!

ক্রাইমসিন২৪:সরকারি দুগ্ধ খামারের কর্মচারী ও বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল সিকদারের হত্যায় জড়িত সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
সাগরদী এলাকার সর্বোস্তরের জনগনের ব্যানারে শনিবার (২৪ নভেম্বর) বেলা ১২ টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল (বাসদ) সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, নিহত দুলাল সিকদারের স্ত্রী রহিমা বেগম, মেয়ে দোলা আক্তার, ছেলে নোভেল সিকদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১ মাস পূর্বে নিহত দুলালের কিছু জমি জোরপূর্বক স্থানীয় সন্ত্রাসী লাবু, বাবু, আলতাফ ও বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারী মুরাধ মিলে জোরপূর্বক দখল করে। যে ঘটনার পর দুলাল সিকদার আদালতে একটি মামলাও দায়ের করেন।
মামলাটি তুলে না নেয়ার কারনে সন্ত্রাসীরা চাপ দিতে থাকে। ধারাবাহিকতায় গত ২২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় নগরের ২৩নম্বর ওয়ার্ড দড়গাঁহ্ বাড়ি এলাকায় বসে দুলাল সিকদারের উপর হামলা চালিয়ে তাকে পিঠিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।
এসময় স্থানীয়দের সহায়তায় মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে এ্যাম্বুলেন্সে হাসপাতালে আনতে গিয়েও সন্ত্রাসীদের বাধার মুখে পরেন। পরে পুলিশ গিয়ে দুলালকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার আগেই দুলাল মৃত্যুর কোলে ঢলে পরে।
দুলালের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবী জানান বক্তারা।
এদিকে দুলাল সিকদার নিহতের ঘটনায় শুক্রবার (২৩ নভেম্বর) নিহতের স্ত্রী রাহিমা বেগম বাদী হয়ে নামধারী ২২ জন ও অজ্ঞাতনামা ৭ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।
তবে এরআগেই বৃহস্পতিবার গভির রাতে টিপু, বাচ্চু ও এনায়েত হোসেন নামে তিনজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। যারা সকলেই দরগাহ বাড়ি এলাকার বাসিন্দা।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত রহমান হাসান তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে, মামলার বাকী আসামীদের গ্রেফতারেও জোর চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD