বুধবার, ১৪ মে ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :গলাচিপায় মিথ্যাে বিয়ের প্রলোভন দেখিয়ে গহবধূকে দুই দিন ধরে ধর্ষণের অভিযাগ উঠছে। এ ঘটনায় গলাচিপা উপজলার ডাকুয়া ইউনিয়নর পূর্ব আটখালী গ্রামর মত আলী আকবরের ছেলে রাজিব (২৫)কে প্রধান আসামী করে দুই জনের বিরুদ্ধে গলাচিপা থানায় শুক্রবার একটি মামলা দায়ের করা হয়েেছে।
ধর্ষণের অভিযাগে অভিযুক্ত রাজিবকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে পুলিশ। ঘটনার শিকার গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী জনারল হাসপাতাল প্ররণ করা হয়েছে।
পুলিশ ও মামলার বিবরণে জানাগেছে, গত ২৮ অক্টোবর সোমবার ঘটনার শিকার গহবধূকে গলাচিপা উপজলার ডাকুয়া ইউনিয়নের পূর্ব আটখালী গ্রামের মত আলী আকবরের ছেলে রাজিব বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। রাজিবের স্ত্রী বাপের বাড়ি থাকার সুযাগে গৃহবধুকে নিয়ে এসে দুই দিন ধরে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়। ধর্ষণের আগে গৃহবধূক বিয়ের প্রলোভন দেখিয়ে গ্রামের বাড়ি কলাপাড়া উপজেলার মহিপুর থানার ধুলেশ্বর গ্রাম থেকে গলাচিপার ডাকুয়ার পূর্ব আটখালী গ্রামের বাড়িতে নিয়ে আসে ।
পরে গৃহবধূকে ২৯ অক্টাবর মঙ্গলবার রাজিবের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উদ্ধার করলে গৃহবধূর পরিবারের লোকজন তাদের গ্রামের বাড়ি মহিপুর থানার ধুলেশ্বর গ্রামে নিয়ে যায়। সেখানে গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে কলাপাড়া স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার (গহবধূর) শারীরিক অবস্থার অবনতি হলে পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়।
হাসপাতাল থেকে সুস্থ হয়ে শুক্রবার সকালে গৃহবধূ বাদী হয়ে গলাচিপা থানায় রাজিবকে প্রধান আসামী কর দুই জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ বলেন, ‘ধর্ষণের শিকার গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের প্রধান আসামী রাজিবকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীকে ধরার অভিযান অব্যাহত রয়েছে।
উল্লখ্য, রাঙ্গাবালী উপজলার বড়বাইশদিয়া ইউনিয়নের মোডুবী গ্রামের কাজিকাদা এলাকার জনক জাহিদের সাথে ছয় মাস আগে ওই গৃহবধূর পারিবারিকভাবে বিয়ে হয়।