শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
কলাপাড়ায় ২০১৯ ইং সনের জেএসসি পরীক্ষায় দ্বায়িত্ব প্রাপ্ত কেন্দ্র-সচিব ও হল সুপারদের সাথে কক্ষ-পরিদর্শকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩০ অক্টোবর) খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুর রহিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন।
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.নুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো.ইউনুচ। পবিত্র গীতা পাঠ করেন একই বিদ্যালয়ের শিক্ষিকা তৃষ্ণা রানী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল সুপার পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের হল সুপার মো.জসিম উদ্দিন, তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদুল ইসলাম ও চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুল মোতালেব সিকদার। কক্ষ-পরিদর্শকদের পক্ষে বক্তব্য রাখেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইনুল ইসলাম এবং নুর-মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মোয়াজ্জেম হোসেন।বক্তারা আসন্ন জেএসসি পরীক্ষা কিভাবে শান্তিপুর্ন ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করা যায় তার উপর গুরুত্ব আরোপ করেন।
উল্লেখ্য কলাপাড়া উপজেলার সকল পরীক্ষা কেন্দ্র শান্তিপূর্ণ ভাবে পরিচালনার লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিবুর রহমানকে সভাপতি করে কমিটি গঠন করা হয়।