শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪: “জননেতা ফজলে হোসেন বাদশা ২০০৮ সালের নির্বাচনে নির্বাচিত হওয়ার পর থেকে রাজশাহীর বেকার যুব সমাজের কর্মসংস্থানের জন্য সংসদে বারবার বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে বন্ধ হয়ে যাওয়া ঐতিহ্যবাহী রাজশাহী রেশম কারখানাটি চালুর জন্য জোর দাবি জানিয়ে আসছিলেন। যার ফলশ্রুতিতে আজ রেশম কারখানাটি চালু হয়েছে। ফজলে হোসেন বাদশার একান্ত প্রচেষ্টায় ৪ হাজার ৬২ কোটি টাকার বিশুদ্ধ পানি সরবরাহের প্রকল্প পাস হয়েছে, যার কাজ অনতিবিলম্বে শুরু হবে। শুধু তাই নয়- বঙ্গবন্ধু হাইটেক পার্ক আইটি ভিলেজ স্থাপন করেছেন। এতে বিপুল মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। রাজশাহীর সার্বিক উন্নয়নে জননেতা ফজলে হোসেন বাদশার ভূমিকা অনন্য।”
আজ (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১৯ নং ওয়ার্ডের উদ্যোগে ছোট বনগ্রাম বালিকা বিদ্যালয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স রাজশাহী-২ আসনের পার্টির মনোনীত প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে এক নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক সভাপতি লিয়াকত আলী লিকু।
ওয়ার্ড সভাপতি নাসিরুদ্দিন আহমেদ লিমনের সভাপতিত্বে এবং সম্পাদক মন্ডলীর সদস্য মাহবুব হোসেন বাবুর সঞ্চালণায় উক্ত
কর্মীসভায় আরো বক্তব্য রাখেন রাজশাহী মহানগর পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদক মন্ডলীর সদস্য আবুল কালাম আজাদ। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল, বাংলাদেশ ছাত্রমৈত্রীর রাজশাহী মহানগর সভাপতি এএইচএম জুয়েল খান, সাধারণ সম্পাদক স¤্রাট রায়হান নিলয়, বোয়ালিয়া থানা ওয়ার্কান পার্টির সম্পাদক সিতানাথ বণিক, জাতীয় শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক অসিত পাল, পার্টির ১৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জাফর আলী, শ্রমিকনেতা বিসু শেখ।