শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন
এম.এইচ.ফাহাদ-বিশেষ প্রতিনিধি। ব্যাপক উৎসাহ উদ্দিপনায় এবং বিপুল ভোটারদের উপস্থিতির মধ্যেদিয়ে সম্পন্ন হলো ভোলা সদর উপজেলার ৭নং শিবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচন।
উক্ত নির্বাচনে মেম্বার পদে তালা প্রতিক নিয়ে মোঃ মাঈনুউদ্দিন মাস্টার মোট ৯৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম অপর প্রার্থী মোরগ মার্কা প্রতিক নিয়ে মোঃ ছাদেক পেয়েছেন ৫৩৬ ভোট। সর্বোমোট ভোটার সংখ্যা ছিল ২২৮৬ । একটি কেন্দ্রের মোট কাস্ট হয়েছে ১৫৪৪ ভোট ।
সকাল থেকেই ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বারার সাথে সাথে ভোটারদের উপচেপরা ভীর লক্ষকরা যায়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতন।
সকাল ৯টা থেকে গ্রহন শুরুকরে বিকেল ৫টা পযন্ত ভোট গ্রহন শেষ করা হয়। এদিকে বিপুল পরিমান আইন শৃঙ্খলা বাহীনির কঠোর অবস্থান ছিল ভোটকেন্দ্রে ভোটারদের কাছে বেশ প্রসংসনিয়।
এসময় ভোটকেন্দ্র পরিদর্শন করেন,ভোলা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক,জেলার সু্যোগ্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:কামাল হোসেন,সদর উপজেলার ভাইচ চেয়্যারম্যান মোহাম্মদ ইউনুস,সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো:এনায়েত হোসেন,শিবপুর ইউনিয়নের চেয়্যারম্যান মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
স্থানিয় এলাকা বাসীরা জানান,উপ- নির্বাচনটি ছিল অত্যন্ত নিরেপেক্ষ অবাধ ও একটি সুষ্ঠ নির্বাচন বলে দাবি তাদের । এছাড়া ভোটারদের নির্ভয়ে নির্ভগ্নে তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট প্রধান করতে পেরে অনেক আনন্দিত উৎফুল্ল প্রকাশ করেন কেউ কেউ। ভোটকেন্দ্র আইন শৃঙ্খলা বাহীনি ও প্রশাসনের দায়িত্বে থাকা পুলিশ র্যাবের সদস্যসহ সকলের প্রতি সাধারন জনগন ও স্থানিয়রা সন্তোষ প্রকাশ করেছেন।