বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন
বর্তমান সরকারের প্রতিচ্ছবি প্রধানমন্ত্রী দেশরত্না শেখ হাসিনা অত্যান্ত সৎ ধার্মীক নির্ভিক। পটুয়াখালীর জেলার গলাচিপা উপজলার আমখোলা ইউনিয়নের বউ বাজার এলাকায় এক পথ সভায় এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ও প্রতিষ্ঠাতা এ্যাড.মোঃ আসাদুজ্জামান দূর্জয়।
রবিবার (১২ই অক্টোব) বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের পটুয়াখালী জেলা শাখার আমখোলা ইউনিয়নে এক বউ বাজারে এক পথ সভার আয়োজনে করা হয়।
মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হাওলাদারের সঞ্চালনায় এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা রহিম হাওলাদারের সভাপতিত্বে আসাদুজ্জামান দূর্জয় আরো বলেন, বর্তমান সরকারে উন্নয়নের ধারা বাধা গ্রস্থ ও জনসাধারণের ভাবমুর্তী ক্ষুণ্যকরার এক গভীর সরযন্ত্র চলছে, তবে এ সরযন্ত্র মোকাবেলা করার জন্য বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ টেকনাফ থেকে তেতুলীয়া জনসচেতনাতার লক্ষে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে।
তিনি আরো বলেন, স্বাধীনতার অপশক্তি যতই চক্রান্ত করুক না কেন, যতো দিন দেশরত্না শেখ হাসিনার কাছে বাংলাদেশ থাকবে পথ হারাবেনা বাংলাদেশ ইনশাআল্লাহ।,সকল অপসক্তির মোকাবেলায় প্রস্তুুত আমরা। কারণ দেখিয়ে বলেন তিনি অত্যান্ত সৎ ও ধার্মীক এবং নিস্বন্দেহে দেশ প্রেমী। তাই দেশের উন্নায়নকে অব্যাহত রাখতে সকলকে দলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এসময়ে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,বিশেষ অতিথি যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির মোঃ শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক – কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির মোঃ খোকন বেপারী, সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র কেন্দ্রীয় কমিটির মুহাম্মদ আলমঙ্গীর খন্দকার, বরিশাল জেলার সভাপতি মোঃ কামাল হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ রহিম হাওলাদার মোল্লা সহ গলাচিপা উপজেলার শ্রমীকলীগের নেতা ও মোটর সাইকেল সমিতির সভাপতি মোঃ জিহাদ হাওলাদার প্রমুখ।।