বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন
পটুয়াখালী (কলাপাড়া) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় স্বামীকে মা বাবা মেনে না নেয়ায় অভিমানে বিথি আক্তার (২০) নামের এক গৃহবধু বিষ পান করে আত্নহত্যা করেছে।
রবিবার (১৩ই অক্টোবর) সকালে রাঙ্গাবালী উপজেলার বড়বাইসদার গাববুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিজ পিত্রালয়ে বিষপানের পর ওই গৃহধুকে স্বজনেরা উদ্ধার করে দুপুর ১২টার দিকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে দায়ীত্বরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষনা করে।
মৃতের স্বামী সরোয়ার হোসেন জানান, টানা চার বছর প্রেমের সম্পর্কের পর তারা পালিয়ে গিয়ে বিয়ে করেন দুবছর আগে। বিয়ের পর থেকেই তার গায়ের রং কালো ও রোগা হ্যাংলা পাতলা বলে মেনে নিতে পারছিলেন না বিথির পরিবার। ঘটনার দিন
সকালে দুবেলার অনাহারে থাকাবস্থায় বিষ পান করে বিথি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে।