বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলাপাড়ায় সরকারি এম বি কলেজ মাঠ উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন কুয়াকাটায় বেড়িবাঁধ নির্মাণে সংরক্ষিত বনের বালু উত্তোলন, হুমকিতে সবুজ বেষ্টনী বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে গুমট পরিবেশ চন্দ্রদ্বীপ ইউনিয়নের রাস্তা সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এলজিইডির টিম বাউফল নারীর বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে ৮দিনের অভিযানে ১৯ জেলে আটক, প্রায় সাড়ে ৩ লক্ষ মিটার জাল জব্দ বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ বরিশাল মহানগরীর প্রতিনিধি সমাবেশ কলাপাড়ায় নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা কুয়াকাটা পৌর বিএনপির অফিস ভাংচুর মামালায়, পৌর আওয়ামী লীগ সভাপতি সহ ৪ জন জেল হাজতে ডাকাত বাহিনীর প্রধান ২০মামলার আসামী জুয়েল মৃধা গ্রেপ্তার  কলাপাড়ায় এইচএসসিতে মহিপুর  মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ এগিয়ে ৫ দিন পাঞ্জা লড়ে মৃ-ত্যুর কাছে হার মানলেন সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম উপকূলের শিশুদের সাঁতার প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতা মহিপুরে অর্থের অভাবে অন্ধ হতে বসেছে শিশু তাওহিদ, সাহায্যের আবেদন
গাজীপুরে ১২ ডাকাত গ্রেফতার

গাজীপুরে ১২ ডাকাত গ্রেফতার

Sharing is caring!

গাজীপুর:
গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ১২ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত ডাকাতদের আদালতে পাঠানো হয়।

কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কলিন্দ্র নাথ গোলদার জানান, শনিবার (১২ অক্টোবর) দিনগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী ও শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ১২ ডাকাত হলেন-লিটন মিয়া (৩৭), শহিদুল ইসলাম (৩০), সবুজ হোসেন (২৩), তাহাজুল ইসলাম, খোকন মিয়া (৩১), শাকিল মিয়া (১৯), হোসেন আলী (২১), এনামুল (২৫), জুয়েল সরকার (১৯), রাজিব মিয়া (২২), জীবন মিয়া (১৮) ও ইমন (১৬)।

কলিন্দ্র নাথ গোলদার আরও জানান, শনিবার রাতে কোনাবাড়ী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল আন্তঃজেলা ৭/৮ জন ডাকাত। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ৩টি রামদা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে গাজীপুরের পোড়াবাড়ি র‌্যাব-১’র কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকা অভিযান চালায় র‌্যাবের সদস্যরা। পরে ওই এলাকা থেকে ডাকাত শাকিল মিয়া, হোসেন আলী, এনামুল, জুয়েল সরকার, রাজিব মিয়া, জীবন মিয়া ও ইমনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি রামদা, ১টি চাপাতি ও ২টি ছুরি জব্দ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD