বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪:
পৃথক দুর্ঘটনায় আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২ রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এরা হলো বরগুনার বেতগী উপজেলার হোসনাবাদ এলাকার মৃত গঞ্জে আলীর ছেলে আইয়ুব আলী (৭০) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাজাপুর এলাকার মৃত হামিদ খন্দকারের ছেলে নুরুল ইসলাম (৫০)। রোববার (১৮ নভেম্বর) দিবাগত রাতে অর্থো সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আইয়ুব আলীর মৃত্যু হয়। সে উচু জায়গা থেকে নীচে পরে গিয়ে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়ে গত শুক্রবার শেবাচিম হাসপাতালে ভর্তি হন। অপরদিকে নুরুল ইসলাম রোববার দুপুরে বাকেরগঞ্জের রহমগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হন। তাকে ঘটনার পরপরই শেবাচিম হাসপাতালের সার্জারী ইউনিটে ভর্তি করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।