বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪:
চেক দিয়ে প্রতারনার অভিযোগে নগরীর মথুরনাথ পাবলিক স্কুলের এক কর্মচারির বিরুদ্ধে মামলা করা হয়েছে। নগরীর এক কম্পিউটার ব্যবসায়ি বাদী হয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আনিছুর রহমান মামলাটি আমলে নিয়ে ওই আদেশ দেন। সমনপ্রাপ্ত জাহাঙ্গির আলম মথুরনাথ পাবলিক স্কুলের এমএলএসএস পদে কর্মরত রয়েছে। আদালত সুত্র জানায়, পুর্ব পরিচয়ের সুবাদে ব্যবসায়ি আবু বকর সিদ্দিকের কাছে থেকে তিন মাসের মধ্যে ফেরত শর্তে গত ৩০ মে ৩ লাখ টাকা ধার নেয় জাহাঙ্গির। নির্ধারিত সময়ের শেষেও টাকা পরিশোধ না করায় ফেরত চাওয়ার এক পর্যায়ে গত ৩০ সেপ্টেম্বর ৩ লাখ টাকার চেক দেয়। চেকটি ৮ অক্টোবর ব্যাংকে জমা দেয়া হলে তা প্রত্যাখ্যাত হয়। একই মাসে আইনী নোটিশ দেয়ার পরও টাকা ফেরত না দেয়ায় গতকাল মামলা করলে বিচারক ওই আদেশ দেন।