শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
সরকারি রেটের তোয়াক্কা না করে নামমাত্র মূল্যে চামড়া বিক্রয়ে জনগণকে বাধ্য করার প্রতিবাদে ও চক্রান্তকারী চামড়া ব্যবসায়ী সিন্ডিককেটের শাস্তির দাবীতে বরিশালে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বেলা ১১ টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী। বাসদ বরিশাল জেলার সদস্য মিঠুন চক্রবর্তীর পরিচালনায় এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিপিবি বরিশাল জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম। আরো বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা সভাপতি সন্তু মিত্র, বাসদ বরিশাল জেলা সদস্য বাবুল তালুকদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম। বক্তারা বলেন, সরকার সিন্ডিকেট ব্যবসায়ীদের পক্ষে দেশ পরিচালনা করছে। কৃষক যেমন সরকারি রেটে ধান বিক্রি করতে পারেনি, ঠিম তেমনি জনগণ ও সরকারি রেটে চামড়া বিক্রি করতে পারছেনা। মাদ্রাসা এতিমখানায় দরিদ্র মানুষের সন্তানরা যে চামড়া বিক্রি করে কিছু অর্থের সংকুলান করতে পারত, ব্যবসায়ীরা সেই জায়গায়ও তাদের লোলুপ থাবা বসিয়েছে। একটি মাঝারি গরুর চামড়া যেখানে সরকারি রেটে ন্যুনতম ১০০০ টাকা আসার কথা সেখানে ১৮০/২০০ টাকার বেশি পাওয়া যাচ্ছেনা। বেশ কয়েকটি মাদ্রাসায় চামড়ার দাম না পেয়ে মাটিতে পুঁতে ফেলার ঘটনা ঘটেছে। এসময় বক্তারা অবিলম্বে চক্রান্তকারী সিন্ডিকেট ব্যবসায়ীদের শাস্তি দাবী করেন ও সরকারি রেটে চামড়া বিক্রি নিশ্চিত করার দাবী জানান।