বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বরিশাল অঞ্চলে সরকারের স্কুল ফিডিং প্রোগ্রাম এখন দৃশ্যমান পরিবর্তনের পথে । শুরুর দিকে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও ধীরে ধীরে উন্নতি এসেছে সরবরাহ ব্যবস্থায় । ফলে পুরো এলাকায় তৈরি হয়েছে ইতিবাচক পরিবেশ ।
এরই ধারাবাহিকতায় শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকবৃন্দ সবাই সন্তুষ্ট ।
স্কুল ফিডিং প্রোগ্রামের ফলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি এখন শতভাগের কাছাকাছি পৌঁছেছে ।
প্রতিদিন সুষম খাবার পাওয়ার নিশ্চয়তায় শিশুদের স্কুলে আসার আগ্রহ বেড়েছে উল্লেখযোগ্য হারে । অভিভাবকরাও এতে ভীষণ খুশি কারণ তাদের সন্তানরা পুষ্টিকর খাবার পাবার পাশাপাশি পড়াশোনায় মনোযোগ দিচ্ছে ।
প্রকল্পটির মাধ্যমে বরিশালে নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে । রান্না, প্যাকেজিং, পরিবহনসহ বিভিন্ন ধাপে যুক্ত হয়েছে বিপুল সংখ্যক স্থানীয় শ্রমজীবী মানুষ ।
যার মধ্যে নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মত । এর ফলে পরিবারে আর্থিক অবদান রাখতে পারছেন অনেক নারী ।
যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এনেছে । ঠিকাদার, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত আন্তরিকতায় প্রতিটি স্কুলেই এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে । শিশুরা প্রতিদিন নতুন উদ্দীপনায় ক্লাসে আসছে ।
এলাকাবাসী সরকারের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন ।
ঠিকাদারি প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং লিমিটেড জানিয়েছে , এই বৃহৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
সরবরাহ ব্যবস্থায় যাতে কোন ধরণের গাফিলতি না থাকে সেজন্য তারা সকলের সক্রিয় অংশগ্রহণ ও তদারকির অনুরোধ জানিয়েছেন ।