বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধিঃ
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় প্রাণিসম্পদ মেলার উদ্বোধন, প্রদর্শনী এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উপলক্ষে ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারী হাসপাতাল এর আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাট্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদিক্ষন শেষে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউসার হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আতিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ এবং শতাধিক বিভিন্ন স্তরে অবদান রাখা খামারিরা উপস্থিত ছিলেন।
গবাদি পশুর জাত উন্নয়নে বিশেষ অবদান রাখায় সেরা খামারির পুরস্কার পেয়ে চাকামইয়া ইউপির চেয়ারম্যান মজিবর রহমান হাওলাদার বলেন, পুরস্কার পেয়ে ভালই লাগছে। এতে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে আরো ভালো কিছু করার চেষ্টা করব।
উপজেলা ডেইরি উন্নয়ন প্রকল্পের সুপারভাইজার ও লাইভ স্টক ফিল্ড কর্মকর্তা আরিফুর রহমান মিরাজ বলেন, বিভিন্ন ক্যাটাগরিতে ২৮ টি স্টল এই প্রদর্শনীতে অংশ নিয়েছে।
এর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ১০ জন সেরা খামারীকে পুরস্কার প্রদান করা হয়েছে। এছাড়া বাকি সকলের জন্য সান্তনা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউসার হামিদ বলেন, প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশীয় জাতের উন্নয়ন করে আমাদের আমিষের চাহিদা পূরণ করতে হবে।
তিনি খামারিদের সব ধরনের সহায়তা প্রদান করার জন্য প্রাণিসম্পদ দপ্তরের সকলকে নির্দেশনা প্রদান করেন।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া