শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যা  প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান কলােপাড়ায় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে স্থবিরতা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৩ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন সাগরে ৫ দিন ভেসে থেকে জীবিত উদ্ধার জেলে মোরশেদ ভ‚মিদস্যু, মামলাবাজ ও প্রতারক চক্রের হয়রানী থেকে প্রতিকার পেতে সাংবাদিক সম্মেলন কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কলাপাড়ায় ভাগনি জামাতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন অধিকাংশ চালকই চলন্ত বাসে ধূমপান করে থাকে, আপনি তা জানেন না।” ….চালক, ঢাকাগামী ইউনিক পরিবহন বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্কতা সংকেত বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের পেছনে বৃক্ষরোপণ করা হয় বরগুনার পাথরঘাটায় লজিক প্রকল্পের যুব সমন্বয় সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রীষ্মকালীল জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা দীর্ঘ ১১ ঘন্টা সমুদ্রে লড়াই করে কিনারে ফিরলেন ১০ জেলে
সভাপতি শবনম, সসম্পাদক মঞ্জুরুল। পটুয়াখালী জেলা শিক্ষক সমিতির ত্রি বার্ষিক সম্মেলন

সভাপতি শবনম, সসম্পাদক মঞ্জুরুল। পটুয়াখালী জেলা শিক্ষক সমিতির ত্রি বার্ষিক সম্মেলন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালীঃ

“শিক্ষক সমাজকে আর অবহেলা নয়, তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে” এই প্রত্যয়ে বাংলাদেশ শিক্ষক সমিতির (সেলিম ভূইয়া) ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে পটুয়াখালী জেলা শাখার সভাপতি হিসেবে হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শবনম মুস্তারী পিরু এবং সাধারণ সম্পাদক হিসেবে লতিফ মিউনিসিপ্যাল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মঞ্জুরুল আহসানের নাম ঘোষণা করেন প্রধান অতিথি অধ্যক্ষ সেলিম ভূইয়া।

শনিবার(১৬ আগস্ট) সকাল ১০টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপি কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।

বাংলাদেশ শিক্ষক সমিতি পটুয়াখালী জেলার আহবায়ক আবদুল মতিন মিয়ার সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো.জাকির হোসেন।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মো.রুহুল আমিন ব্যাপারী ও যুগ্ম মহাসচিব মো.হারুন অর রশিদ। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শবনম মুস্তারী পিরু এবং জেলা কমিটির সদস্য সচিব মঞ্জুরুল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম- মহাসচিব এ এইচ এম সায়েদুজ্জামানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ,শিক্ষক নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষকবৃন্দ এবং মিডিয়াকর্মীরা।

সম্মেলনে উত্থাপিত দাবিগুলো ছিল, সকল স্তরের শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন।বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তি করণে স্বচ্ছতা।

অবসরের পর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা। এ সময় বক্তারা বলেন, অধিকার আদায়ের জন্য শিক্ষক সমাজকে এখন ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে।

মহাসচিব মো: জাকির হোসেন বলেন, দেশের শিক্ষকরা আজ নানা অবহেলা ও বৈষম্যের শিকার। বহু প্রতিষ্ঠানে বেতন বাকি, পদোন্নতি ঝুলে থাকা এবং রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কলেজ পর্যায়ে প্রশ্নফাঁস, পরীক্ষা বাণিজ্যসহ দুর্নীতির নানা চিত্র তুলে ধরেন তিনি।
প্রধান অতিথি অধ্যক্ষ মো.সেলিম ভূইয়া বলেন, “পতিত শেখ হাসিনার সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও শিক্ষকদের ন্যায্য অধিকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি।

বরং ১৫ বছর শিক্ষকদের সাথে প্রতারণা করেছে। শিক্ষকদের বিভিন্ন ভাবে নির্যাতন করেছে।  তিনি আরও বলেন, একটি জাতিকে উন্নত করতে হলে আগে শিক্ষক সমাজের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।”

বিএনপি ক্ষমতায় গেলে জনাব তারেক রহমানের সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সহ শিক্ষকদের সকল দাবী পুরণ হবে ইনশাআল্লাহ।

সম্মেলন শেষে আয়োজকরা বলেন, “এ সম্মেলন শুধু নেতৃত্ব নির্বাচনের নয়, বরং শিক্ষকদের অধিকার আদায়ের নতুন জাগরণ সূচনার প্রতীক। সকলের কণ্ঠে ছিল একটাই বার্তা, ‘শিক্ষকের সম্মান জাতির সম্মান, আর তা রক্ষায় আমরা একতাবদ্ধ।’

মোয়াজ্জেম হোসেন
পটুয়াখালী

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD