শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস)জেলা শিক্ষক সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(০৯ আগস্ট) সকাল ১০টায় পটুয়াখালী লতিফ মিউনিসিপ্যাল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শবনম মুস্তারী পিরু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো.আবদুল মতিন।
জেলা কমিটির সদস্য সচিব মঞ্জুরুল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আহবায়ক কমিটির নেতৃবৃন্দ, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ এবং কলাপাড়া, গলাচিপা, দশমিনা, মির্জাগঞ্জ, দুমকি, বাউফল এবং পটুয়াখালী সদর থানা কমিটির নেতৃবৃন্দ।
কলাপাড়া উপজেলা বাশিস সভাপতি মো.ফকরুল ইসলাম বলেন, ২৪ বছর পরে এই জেলা সম্মেলন ঘিরে শিক্ষকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। তিনি আরও বলেন, সম্মেলন সফল করতে কলাপাড়া উপজেলার শিক্ষকগণ সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শবনম মুস্তারী পিরু বলেন, জেলা মাধ্যমিক শিক্ষকদের এই সম্মেলন জাঁকজমকপূর্ণ করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি সফল একটি সম্মেলন করে শিক্ষকদের সমন্বয়ে একটা সুন্দর কমিটি উপহার দেয়া হবে।
মোয়াজ্জেম হোসেন
পটুয়াখালী