বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলাপাড়ায় সরকারি এম বি কলেজ মাঠ উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন কুয়াকাটায় বেড়িবাঁধ নির্মাণে সংরক্ষিত বনের বালু উত্তোলন, হুমকিতে সবুজ বেষ্টনী বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে গুমট পরিবেশ চন্দ্রদ্বীপ ইউনিয়নের রাস্তা সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এলজিইডির টিম বাউফল নারীর বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে ৮দিনের অভিযানে ১৯ জেলে আটক, প্রায় সাড়ে ৩ লক্ষ মিটার জাল জব্দ বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ বরিশাল মহানগরীর প্রতিনিধি সমাবেশ কলাপাড়ায় নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা কুয়াকাটা পৌর বিএনপির অফিস ভাংচুর মামালায়, পৌর আওয়ামী লীগ সভাপতি সহ ৪ জন জেল হাজতে ডাকাত বাহিনীর প্রধান ২০মামলার আসামী জুয়েল মৃধা গ্রেপ্তার  কলাপাড়ায় এইচএসসিতে মহিপুর  মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ এগিয়ে ৫ দিন পাঞ্জা লড়ে মৃ-ত্যুর কাছে হার মানলেন সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম উপকূলের শিশুদের সাঁতার প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতা মহিপুরে অর্থের অভাবে অন্ধ হতে বসেছে শিশু তাওহিদ, সাহায্যের আবেদন
টাইগারদের প্রস্তুতি ম্যাচ আজ

টাইগারদের প্রস্তুতি ম্যাচ আজ

Sharing is caring!

শ্রীলঙ্কা সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্টস ইলেভেনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটায়।

এই সিরিজে খেলছেন না বাংলাদেশের ‘পঞ্চপাণ্ডবের’ দুই পাণ্ডব। তারা দুজন হলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সহ-অধিনায়ক সাকিব আল হাসান। মাশরাফি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শ্রীলঙ্কায় যাওয়ার আগের রাতে দল থেকে ছিটকে যান।

শুধু মাশরাফিই নয়, একই দিন পিঠের ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েন অলরাউন্ডার সাইফউদ্দিন। আর সাকিব আল হাসান এবং লিটন দাস আগে থেকেই ছুটি নিয়েছিলেন। এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন তামিম ইকবাল।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ৪৫টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে সাতটিতে। শ্রীলঙ্কা জিতেছে ৩৬টিতে। বাকি দুইটি ম্যাচ পরিত্যক্ত হয়। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সর্বশেষ ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হয়। গত ১১ জুন বিশ্বকাপে ব্রিস্টলে বৃষ্টিতে ভেসে যায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। এর আগে গত বছরের ১৫ সেপ্টেম্বর দুবাইতে এশিয়া কাপের ম্যাচে শ্রীলঙ্কা ১৩৭ রানে হারিয়েছিল বাংলাদেশ।

২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে গিয়ে তিন ফরম্যাটের সিরিজের তিনটিই ড্র করেছিল বাংলাদেশ। আর ২০১৮ সালের মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে বাংলাদেশ রানার্স আপ হয়েছিল।

সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভালো থাকলেও অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, এই সিরিজটি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। তবে, সব চ্যালেঞ্জ উতরে ভালো করতে মুখিয়ে আছে তার দল।

২৬ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ২৮ ও ৩১ জুলাই। সব ম্যাচই অনুষ্ঠিত হবে আর. প্রেমাদাসা স্টেডিয়ামে।

১৪ সদস্যের বাংলাদেশ স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার ২২ সদস্যের দল

দিমুথ করুণরারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, অভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, লাহিরু থিরিমান্নে, শিহান জয়াসুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা, ওয়ানিদু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, লক্ষণ সান্দাকান, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাহিরু মাদুশানকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD