শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
বরিশালের মুলাদীতে ১০ বছরের এক শিশুকে ধর্ষনের মামলায় আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম (৩২) মুলাদী পৌর এলাকার নজরুল ইসলাম হাওলাদারের ছেলে ও ভিকটিমের প্রতিবেশী। সোমবার (২২ জুলাই) দুপুরে আসামীর অনুপস্থিতিতে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবু শামীম আজাদ এ রায় ঘোষনা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবি স্পেশাল পিপি ফয়েজুল হক ফয়েজ। মামলা সূত্রে জানাগেছে, ২০০৯ সালের ৭ ডিসেম্বর দুপুরে বাড়ির সবার অগোচরে ভিকটিম শিশু কন্যাকে ধান কুড়ানোর কথা বলে পার্শবর্তী একটি বাগানে নিয়ে যায় দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম। সেখানে নিয়ে শিশু কন্যাকে ধর্ষন করে রফিকুল পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে এসে বাবা মাকে বিষয়টি বললে তারা মুলাদী থানায় ওই ঘটনায় একটি মামলা দায়ের করেন। ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি মুলাদী থানার এসআই জহিরুল ইসলাম আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত ৭ জনের সাক্ষ্যগ্রহন শেষে আজ এ রায় ঘোষনা করেন।